M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

যেখানে দান রদ করিবার ক্ষমতা সংরক্ষণ

যেখানে দান রদ করিবার ক্ষমতা সংরক্ষণ

যেখানে দাতা দান রদ করিবার ক্ষমতা নিজেই সংরক্ষিত রাখিয়াছেন, সেখানে প্রশ্ন হইল এই যে,ট্রাস্টের মাধ্যমে প্রদও হেবাটি বৈধ হইলে দাতা উহা রদ করেতে পারেন কিনা। রদ করিবার ক্ষমতা সংরক্ষণের ফলে দানটি সম্পূর্ণতা হইতে সংকুচিত হইয়া পড়িয়াছে এবং এই ধরনের ক্ষেএে দাতা দানের বিষয়বস্তর উপর হইতে যাবতীয় নিয়ন্ত্রন ত্যাগ করিয়াছেন বলিয়া দাবি করা চলে না। অতএব হেবাটিও বৈধ নহে।১৮৮২ সালের সম্পিও হস্তান্তর আইনের ১২৬ ধারা দ্রষ্টব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *