প্রশ্নঃ বিনিময় সম্পত্তি কি?
উত্তরঃ ১৯৪৭ সনে ভারত বিভক্তির পর তদানীন্তন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ হতে ভারতে চলে গিয়ে তথায় নাগরিকত্ব গ্রহনকারীদের সংগে ভারত হতে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে আগমনকারী ও নাগরিকত্ব গ্রহনকারীদের ভূসম্পত্তি বিধি মোতাবেক পারস্পারিক হস্তান্তরকে বিনিময় সম্পত্তি বলে।