পরিমান ও পরিমাপ সম্পর্কে কিছু কথা (২য় পর্ব)ভূমির পরিমাণ পদ্ধতি
9 July, 2015
বিঘা, কাঠা, একর ও শতক:
সাধারনত কোন জমির পরিমান/ পরিমাপ প্রকাশের ক্ষেত্রে আমরা বিঘা, কাঠা বা একর এ প্রকাশ করে থাকি। কিন্তু আমরা সবাই কি জানি কত কাঠায় কত বিঘ অথবা কত শতাংশে কত কাঠা অথবা কত শতকে কত একর, তা হয়তো আমরা অনেকেই জানি না। আর সেই জন্যেই এই পর্যায়ে আমরা এগুলো সম্পর্কে জানবো। নিচে ’বিঘা কাঠার সূত্র’ এবং ’একর-শতকের’ দুইটি তালিকা উপস্থাপন হল:
এক নজনে বিঘা কাঠার সূত্র:
১ বিঘা = ২০ কাঠ
১ বিঘা = ৩৩ শতাংশ
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট
১ বিঘা = ১৩৩৮ বর্গমিটার
১ বিঘা = ৮০ হাত
১ বিঘা = ১৬ গন্ডা দুই কড়া দুই ক্রান্তি।
একর- শতাকের ব্যাখ্যা:
১ শতক = ১ একরের ১০০ ভাগের একভাগ।
১ শতক = ০.১ বর্গ চেইন
১ শতক = ১০০০ বর্গ লিংক
১ শতক = ৪৩৫.৬ বর্গফুট
১ শতক = ১৯৩.৬ বর্গহাত
১ শতক = ৪৮.৪০ বর্গগজ
১ শতক = ৪০.৪৭ বর্গমিটার
১ শতক = ২ কড়া
নোট: সরকরি মাপে : ৩৩ শতাংশ = ২০ কাঠা = ১ বিঘা ও ১.৬৫ শতাংশে = ০১ কাঠা। কিন্তু ঢাকার স্থানিয়মাপে (মহানগরীর বাইরে): ৩০ শতাংশ = ২০ কাঠা = ১ বিঘা ও ১.৫ শতাংশ = ১ কাঠা।
====O====
(১ম পর্ব দেখুন)
Please follow and like us:
অনেক ইনফরমেশন আছে এইখানে অনেক ধন্যবাদ
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ