5 July, 2015
যে দলিল দ্বারা এজমালি সম্পওির অংশীদার বা ওয়ারিশগনের মধ্যে বিভক্তি করা হয়, তাকে বন্টননামা বা বাটোয়ারা দলিল বলে।একই খতিয়ানের অংশীদারগণকে বা রেকর্ডীয় মালিকের ওয়ারিশানগণকে পরস্পরের শরীক হিসাবে গন্য করা হয়ে থাকে। বন্টননামা দলিল দ্বারা এজমালি সম্পওি প্রত্যেক অংশীদারকে তার প্রাপ্ত হিস্যা অনুযায়ী পৃথক সাহাম বা তফসিল তৈরি করে বন্টন করা হয় এবং অংশীদার তার প্রাপ্ত সাহামে উল্লেখিত সম্পওির মালিকানা স্বত্ব ও দখল লাভ করেন।
এরূপ দলিলের বৈশিষ্ট্য নিন্মরূপ
১।বন্টননামা দলিল সম্পাদনের সময় সকল শরীকগণ পক্ষভুক্ত থেকে দলিলে দস্তখতকরবেন।একজন শরীকও যদি বাদ থাকেন তবে দলিল শুদ্ব হবে না।
২। বন্টননামা দলিল রেজিস্ট্রি করা বাধ্যতামূলক
৩। শরীকগণ আপোষ মতে বন্টন করতে ইচছুক না হলে আদালতের মাধ্যমে পাটিশন মামলা দ্বারা বন্টন কার্য়করি করা যেতে পারে।
৪।প্যাপ্য অংশ গ্রহনকারী শরীকগণের পরবর্তী ওয়ারিশগণ এই বন্টন নামার ভিওিতেই তাহাদের স্বত গণনা ও পরিচালনা করতে পারবেন।
বন্টননামা দলিলের বিস্তারিত লেখার জন্য ধন্যবাদ।
সম্মানীত ভিজিটর.. আপনার মূ্ল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।