M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

রেজিস্ট্রি আইন এর টুকিটাকি

রেজিস্ট্রি আইন এর টুকিটাকি

বিদেশে সম্পাদিত দলিল:

যে সকল দলিল বিদেশে সম্পাদিত এবং যাহার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক অথচ রেজিস্ট্রি হয় নাই, ঐ সকল দলিল বাংলাদেশের কোর্ট সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য নহে।

বন্ধকী চুক্তি:

যদি কোন বন্ধক এই দারা মোতাবেক রেজিস্ট্রিকরণ যোগ্য হয়ে থাকে অথচ রেজিস্ট্রি হয় নাই, তাহা হইলে উক্ত বন্ধকী দলিল আইনত মূল্যহীন । এবং অরেজিস্ট্রিকৃত বন্ধকী দলিল টাকা প্রদানের রশিদ হিসাবেও গন্য হাবে না।

রেজিস্ট্রিকৃত দলিল রদ:

কোন বিক্রয় দলিল রেজিস্ট্রির মাধ্যমে ‘সত্ত্ব’ যদি একবার ক্রেতার নিকট বার্তায় তবে পরবর্তীতে বিক্রেতা অন্য কোন দলিলের মাধ্যমে পূর্বে রেজিস্ট্রিকৃত দলিলের ফল পরিবর্তন করিতে পারে না।

আপনিকি ঢাকায় প্লট/ফ্ল্যাট/জমি ক্রয়ের কথা ভাবছেন? আপনার পছন্দের প্লট/ফ্ল্যাট/জমিটি আমাদের কাছেই আছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *