M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

সাগতম পোস্ট

সাগতম পোস্ট

4 July, 2015

বালুরপাড় রিয়েল এস্টেট ব্লগ এ আপনাকে সাগতম !!!!


এই ব্লগ এ আপনাদেরকে আমরা জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় (আইন করুন, মাপ ঝোক ও ইত্যাদি) সম্পর্কে ধারাবাহিক ভাবে জানাবো। আর এই সব জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ !!!
ভূমি মানব জীবনের সাথে ওতপ্রেতভাবে জড়িত। ভূমি হতোই সকল কিছুর উৎপত্তি। আবার এই ভূমিতেই সব কিছু বিলীল হয়ে যাবে। ভূমি মানেিষর মূল্যবান সম্পদ। ভূমির প্রয়োজন নেই বা ভূমি ভালবাসেনা এমন মানুষ বিরল। ভূমির ব্যবহার সৃষ্টির শুরু হতেই চলে আসছে। এক সময় ভূমি মালিকানার সূত্র ছিল যে, যিনি জঙ্গল পরিস্কার করে জমি চাষযোগ্য করেন, তিনিই জমির মালিক। এ দেলে জমিদারী প্রথা বাতিল করার পূর্ব পর্যন্ত জমি চাষযোগ্য করার মাধ্যমে মধ্যস্বত্ব ভোগী জমিদারদেও নিকট হতে বন্দোবস্ত নেয়ার নিয়ম প্রচলন ছিল। তার পর দখলের ভিত্তিতে রেকর্ড ভুক্তির মাধ্যমে জমির মালিকানা নির্ধরন কওে দেয় হয় সরকারি ভাবে। প্রথমে সি. এস, এস. এ, আর. এস ও বর্তমানে মহানগর বা সিটি জরিপ এর রেবর্ডিয় মলিকানায় জমির মালিক নিয়ত রয়েছে এ দেরশর ভূমি মালিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *