২০১২ সনের সর্বশেষ সংশোধনী পাওয়ার অব অ্যাটর্নি আইন
25 July, 2015
যেৌথদাতার একজনের মৃত্যুর পরিনাম
অপ্রত্যাহারযোগ্য পাওয়ারদাতা একাদিক হইলে উক্ত ওয়ার অব অ্যাটর্নির উদ্দেশ্য বাস্তবায়িত হইবার পূর্বে কোন পাওয়ারদাতার মৃত্যুতে তাহার
ওয়ারিশগণ এমনভাবে মৃত্য পাওয়ারদাতার স্হলাভিষিক্ত হইবে এবং কার্য সম্পাদন করিবেন যেন পাওয়ারদাতার মৃত্য হয় নাই।