M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

রেজিস্ট্রি আইন এর ভাষ্য (টুকিটাকি)

রেজিস্ট্রি আইন এর ভাষ্য (টুকিটাকি):

# যে সকল দলিল বিদেশে সম্পাদিত এবং যাহা রেজিস্ট্রি হয় নাই। ঐ সকল দলিল বাংলাদেশের কোর্টে সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য নহে।

# যদি কোন বন্ধক এই ধারা মোতাবেক রেজিস্ট্রিকরণ যোগ্য হইয়া থাকে অথচ রেজিস্ট্রি হয় নাই, তা হইলে উক্ত বন্ধকী দলিল আইনত মূল্যহীন হইবে।

# বিদেশে কোন দলিল সম্পাদান করা হইলে এবং আইন অনুসারে উহার রেজিস্ট্রেশন বাধ্যকর হইলে তাহা রেজিস্ট্রি না করা হইলে বাংলাদেশের কোন আদালতে উহা স্বক্ষ্য হিসাবে ব্যবহার হইতে পারে না।

# সম্পত্তি হস্তান্তর আইনের ৫৪ ধারা অনুসারে কোন বিক্রয় মম্পূর্ণ হিসাবে গন্য হয় না যে পর্যন্ত না উহা রেজিস্ট্রি করা হয়।

# স্থাবর সম্পত্তি লিখিতভাবে দান করিলে, তাহার মূল্য যাহাই হউক না কেন, তাহা অবশ্যই রেজিস্ট্রি করিতে হইবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *