M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

পরিমান ও পরিমাপ সম্পর্কে কিছু কথা (২য় পর্ব)ভূমির পরিমাণ পদ্ধতি

বিঘা, কাঠা, একর ও শতক:

সাধারনত কোন জমির পরিমান/ পরিমাপ প্রকাশের ক্ষেত্রে আমরা বিঘা, কাঠা বা একর এ প্রকাশ করে থাকি। কিন্তু আমরা সবাই কি জানি কত কাঠায় কত বিঘ অথবা কত শতাংশে কত কাঠা অথবা কত শতকে কত একর, তা হয়তো আমরা অনেকেই জানি না। আর সেই জন্যেই এই পর্যায়ে আমরা এগুলো সম্পর্কে জানবো। নিচে ’বিঘা কাঠার সূত্র’ এবং ’একর-শতকের’ দুইটি তালিকা উপস্থাপন হল:

এক নজনে বিঘা কাঠার সূত্র:
১ বিঘা = ২০ কাঠ
১ বিঘা = ৩৩ শতাংশ
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট
১ বিঘা = ১৩৩৮ বর্গমিটার
১ বিঘা = ৮০ হাত
১ বিঘা = ১৬ গন্ডা দুই কড়া দুই ক্রান্তি।

আপনিকি ঢাকায় প্লট/ফ্ল্যাট/জমি ক্রয়ের কথা ভাবছেন? আপনার পছন্দের প্লট/ফ্ল্যাট/জমিটি আমাদের কাছেই আছে।

একর- শতাকের ব্যাখ্যা:
১ শতক = ১ একরের ১০০ ভাগের একভাগ।
১ শতক = ০.১ বর্গ চেইন
১ শতক = ১০০০ বর্গ লিংক
১ শতক = ৪৩৫.৬ বর্গফুট
১ শতক = ১৯৩.৬ বর্গহাত
১ শতক = ৪৮.৪০ বর্গগজ
১ শতক = ৪০.৪৭ বর্গমিটার
১ শতক = ২ কড়া
নোট: সরকরি মাপে : ৩৩ শতাংশ = ২০ কাঠা = ১ বিঘা ও ১.৬৫ শতাংশে = ০১ কাঠা। কিন্তু ঢাকার স্থানিয়মাপে (মহানগরীর বাইরে):  ৩০ শতাংশ = ২০ কাঠা = ১ বিঘা ও ১.৫ শতাংশ = ১ কাঠা।

====O====

(১ম পর্ব দেখুন)


2Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *