ত্যাজ্যপুত্রের সম্পওির অধিকার
কারো সন্তান বিশেষ করে পুত্র সন্তান তার অবাধ্য হলে পুত্রিটি সমাজে তার পরিচয় ও সম্নান চরমভাবে নষ্ট করলে সন্তানকে কোনভাবেই আর নিয়ন্তণ করা সম্থব না হলে অনেকেই তার নিজের পুত্রকে ত্যাজ্যপুত্র ঘোষনা করে থাকেন ।ত্যাজ্যপুত্র ঘোষনার মাধ্যমে পিতা সন্তানকে গৃহ হতে বিতাড়ন করেন এবং সকলকে জানিয়ে দেন যে আছ হতে —-অমুক আর তার পুত্র নয় এবং তার কোন সম্পওি পাবে না ।এতে সমাজে ঐ সন্তানের প্রতি একটি ঘৃণা করে বটে কিন্ত মুসলিম উত্তরাধিকার আইনে ত্যাজ্যপুত্র বলে কোন কিছু নেই।ফলে ত্যাজ্যপুত্র ঘোষনা সামাজিক মূল্য থাকলেও এর আইনগত কোন মূল্য নেই। এ কাণনেই কাউকে ত্যাজ্যপুত্র ঘোষনা করলেও পিতার সম্পওিতে তার অধিকার তার অন্যান্য ভাইদের মতই বহাল থাকে।কারণ সম্পওিতে উত্তরাধিকার বা ওয়ারিশ অধিকার প্রতিষ্ঠিত হয় রক্ত সম্পর্কের দ্বারা এরুপ সম্পর্ক কোন ঘোষনার দ্বরা ছিন্ন করা যায় না সম্পওি হস্তান্তর আইন ১৮৮২ এবং কোরআনের বিধান বা ইসলামী আইনের বিধান অনুসারে একজন ব্যক্তি যে সকল পন্খায় নিস্বত্ববান হতে পারে তাহলো।
(১)সম্পওি বিক্রয় করে
(২)সম্পওি দান করে
(৩)সম্পওি উইল করে
(৪)সম্পওি বিনিময় করে
তবে ত্যাজ্যপুত্রের পিতা যদি তার সম্পওি দান বা উলিল দলিলমূলে অন্যান্য সন্তানদের বরাবরে হস্তান্তর করে য়ান বা বিক্র করে নিস্বত্ববান অবস্হায় মৃথ্য বরণ করেন তবেই কেবল ত্যাজ্যপুত্র সম্পওি পাবে না