M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

নাবালকের পক্ষে অভিভাবক চুক্তি করতে পারে

নাবালকের পক্ষে অভিভাবক চুক্তি করতে পারে

একজন  নাবালক যদিও চুক্তি সম্পদন করতে যোগ্য বিবেচিত হয় না ,তবু তার পক্ষে াভিভাবগ চুক্তি করতে পারে। তবে এ চুক্তি অবশ্য নাবালকের স্বাথের্র অনুকূলে হতে হবে ।নাবালকের মঙ্গল ও তার প্রয়োজনের নিমিও সমাপাদিত চুক্তি তার স্বাথের্র অনুকূলে বলে বিবেচিত হবে। এছারা আইনগত স্বর্থ রক্ষাকল্পেও অভিবাবক চুক্তি করতে পারে । সাবালকত্ব অর্জনের পর উক্ত নাবালক এ ধরনের চুক্তি যথার্থতা  নিরীক্ষার  জন্য আদালতের নিকট আবেদন করতে পারে  যদি প্রমানিত না হয় যে অভিভাবক নাবালকের স্বর্থের প্রতিকূলে কাজ করেছে তাহলে চুক্তি বলবত থাকবে। এছারাও আদালতের অনুমতি ক্রমে বা আদ লত  কর্তৃক নিযুক্ত অভিভাবক এরুপ চুক্তি সম্পদন করলে তা নাবালকের জন্য অবশ্য পালণীয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *