নাবালক দলিল সম্পাদনের বিধান
রেজিস্ট্রিশন আইনে ১৯০৮ এর ৩৫ ধারা অনুসারে কোন নাবালক দলিল সম্পাদন করতে পারে না। তাই নাবালকের সম্পওি হস্তান্তর আইনত অবৈধ।নাবালকের স্বাভাবিক অভিভাবক হলো তার পিতা,পিতা কর্তৃক নিযুক্ত ব্যক্তি,পিতামহ ও পিতামহ কর্তৃক নিযুক্ত ব্যক্তি,।আইনানুসারে মা স্বাভাভিক অভিভাবক নায়। তাই নাবালকের সম্পওি হস্তান্তর বা অন্য কোন প্রয়োজনে স্বাভাবিক অভিভাবক না থাকলে নাবালকের আইনানুগ অভিভাবক নিয়োগের জন্য মেজরিটি এ্যাক্ট ১৮৭৫এ জেলা জজকে ক্ষমতা প্রদান করা হয়েছে।এ আইনের বলে জেলা জজ নাবালকের অভিভাবক নিয়োগ করতে পারেন।সে ক্ষেত্র ঐ নাবালকের বয়স ২১বছর পূর্ন হলে তবেই সে সাবালক বলে গণ্য হবে।আদালত কর্তৃক নাবালকের অভিভাবক নিয়োগ না করা হলে সেক্ষেত্রে নাবালকের বয়স ১৮ বছর পূর্ন হলেই সে সাবালক গণ্য হবে।