নাবালকের চুক্তি
বাংলাদেশের প্রচলিত ১৮৭৫ সালের সাবালকত্ব আইনের ৩ ধারা অনুযায়ী যার বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তাকে সাবালক বলেগণ্য করা হয় কিন্ত আদালত কর্তৃক যদি কোন নাবালকের অভিবাবক বা তার সম্পওি রক্ষণাবেক্ষণের জন্য তও্ববধায়ক নিয়োগ করা হয় , অথবা তার সম্পওি আদালতের প্রত্যক্ষ নিয়ন্তণাধীন রাখা হয় ,তবে উক্ত নাবালকের বয়স ২১ বছর অতিক্রান্ত না হলে তার সাবালকত্ব অর্জিত হবে না।এ বিধি অবশ্য হিন্দু ও মুসলিম আইনে বিবাহ, বিবাহ বিচ্ছেদ ও দওকের ক্ষেএে প্রযোজ্য হবে না।
নাবালকের চুক্তি সাধারণত বাতিল
কতিপয় ভ্যতিক্রম ছারা নাবালকের চুক্তি প্রখম হতেই বাতিল ।চুক্তির বিষয়বস্তু সম্পর্কে বিচার বিবেচনা করে সঠিক সিদ্বন্ত গ্রহন করার মত মানসিক পরিপক্কতা নাবালকের নেই ।সে জন্য নাবালকের চুক্তিকে চুড়ান্তভাবে বাতিল হিসাবে গন্য করা হয়েছে।
চলবে————