রেজিস্ট্রেশন (সংশোধন) আইন ২০০৪
১। কোন সম্পওির মালিক মৃত্যুবরণ করলে তার রেখে যাওয়া সম্পওি তার ওয়ারিশদের মধ্যে রেজিস্ট্রেশন (সংশোধন) আইনের ১৭(১)ধারার বিধান অনুসারে বাটোয়ারা করে উক্ত বাটোয়ারা বা আপোস বন্টননামা রেজিস্ট্রি করতে হবে।
২। স্হাবর সম্পওি বিক্রয় দলিল রেজিস্ট্রেশন (সংশোধন) আইনের ১৭(১)ধারার বিধান অনুসারে অবশ্যই লিখিকএবং রেজিস্ট্রিকৃত হত হবে।
৩।বিক্রয়চুক্তি/বায়না চুক্তি সম্পাদনের তারিখ হতে ৩০ দিনের মধ্যে রেজিস্ট্রির জন্য দাখিল করতে হবে (ধারা ১৭এ(২)।
৪। প্রতিটি হস্তান্তর দলিল অবশ্যই রেজিস্ট্রি করতে হবে,রেজিস্ট্রি দলিলে বিক্রীত সম্পওির পূর্ণ বিবরন এবং বিক্রয়ের প্রকৃতি বর্ণনা করতে হবে (ধারা২২এ(১)।
৫। প্রতিটি দলিলে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষের ছবি পেষ্ট করে সংযুক্ত করতে হবে,উক্ত ছবি সংশ্লিষ্ট ব্যাক্তির স্বাক্ষর/নাম বৃদ্বাঙ্গুলীর টিপসইযুক্ত হবে ধারা২২এ(২)।
৬। দলিল সম্পাদনের ৩ মাসের মধ্যে রেজিস্ট্রির জণ্য দাখিল করতে হবে যা পূর্বে ছিল ৪ মাস (ধারাএ (৩)।