সি, এস খতিয়ান সর্ম্পকে উচ্চতর আদালতে কিছু সিদ্বন্তসমূহ
সি, এস খতিয়ান সর্ম্পকে উচ্চতর আদালতে কিছু সিদ্বন্তসমূহ
১। বটোয়ারা খতিয়ান ১৯০৮ সালে প্রস্তূত করা হয়েছে। কিন্ত সি. এস খতিয়ান ১৯১৫-১৯১৮ সালের মধ্যে প্রস্তূত করা হয়েছে। সেই হেতু সময়ের দিগ বিবেচনা করলে সি,এস খতিয়ান এর গ্রহন যোগ্যতা পূবের্র খতিয়ান এর চাইতে অধিকতর গ্রহন যোগ্য।(35 DLR 295)
২। সময়রে দিক বিবেচনা করে এটা বলা যায় যে, সি, এস, খতিয়ান এর গ্রহন যোগ্যতা পূবের্র খতিয়ানেরন চাইতে অধিকতর (38 CWN 268)
৩। সি,এস, খতিয়ানে লিপিবদ্ব বিষয় সমূহ ভুল এটা প্রমানের দায়িত্ব তাকেই বহন করতে হবে যিনি এট ভুল বলে অভিযোগ করেন।(22 DLR
৪। সি,এস, খতিয়ানের শুদ্বতা বিষয়ে একটা আইননুগ অনুমান আছে কিন্ত এটা খন্ডনীয়(30DLR 250)
৫। নাদাবী পত্র এবং সি, এস, খতিয়ান মালিকানা স্বত্বের কোন দলিল নয় এগুলো মালিকানা স্বত্বের সমর্থিত সাক্ষ্যহ কতে পারে।(1990 BCR(ad)247।
৬। সি, এস, খতিয়ান এর অনুমান সম্পর্কিত ভার হারিয়ে যায় না যদিও এর ভিত্তি সম্পর্কে প্রমাণ অনুপস্হিত থাকেঅ{35 DLR 795, 14 DLR7 25}
৭। পদর্শনী -২ এর অনুমতি মূল্য অব্যাহত থাকবে যদি না এটা সন্তোষজনক সাক্ষ্য দ্বারা খন্ডন না করা যায় যে সি,এস খতিয়ান ভিত্তিহীন।এই অনুমান কোন অকাট্য প্রমাণ দ্বারা খন্ডন করা হয় নাই। অভিহিত পরিত্যাক্ততা সর্ম্পকে বিবাদী যেহেতু মামলায় কোন সাক্ষ্য নথিতে সামিল করে নাই, সেইহেতু এটা ইঙ্গিত করা যায না যে সি, এস খতিয়ানটি –এর সাক্ষ্যগত মূল্য হারিয়ে ফেলেছে। {1983 BCR 170}
৮। ১৯২৮ সালে proviso অন্তর্ভুক্তির পূর্বেই বর্গাদারকে একজন প্রজা হিসাবে সি,এস খতিয়ানে লিপিবদ্ব করা হয়েছে, সেহেতু উক্ত অন্তর্ভূক্তির পরও প্রজার {tenancy right} ব্যক্ত (plead} করতে পারে। {14 DLR 801{DB}