M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

রেজিস্ট্রি আইন এর ভাষ্য (টুকিটাকি)

রেজিস্ট্রি আইন এর ভাষ্য (টুকিটাকি)

১। বল পূর্বক দলিল সম্পাদান করাইলে

দলিলের স্বাক্ষর যখন বলপূর্বক বা ভয়ভীতি দেখাইয়া লওয়া হয় তখন তাহা কোন দলিল সস্পাদান বলিয়া গণ্য হয় না।

২। স্ট্যাম্প ব্যতিরেকে রেজিস্ট্রির জন্য দলিল দাখিল করা হইলে

কোন দলিল অপর্যাপ্ত স্ট্যাম্প থাকিবার কারনে উহার রেজিস্ট্রেশন বাতিল বলিয়া গন্য হইবে না।

৩। একই তারিখে সম্পদিত দলিদ

দুইটি দলিল যখন একই তারিখে সম্পাদন হইয়া থাকে তখন উহাদের মধ্যে যে দলিরটি পূর্বে করা হয় উহা অপরটির

উপরে প্রাধাণ্য পায় এবং এই ক্ষেএে কোন দলিলটি আগে সম্পাদন করা হইয়াছে সেই সম্পর্কে সাক্ষ্য দেওয়া যায়।

৪। সীলমোহর করা না হইলে

কোন দলিল সীলমোহর করা রেজিস্ট্রেশনের আবশ্যকীয় অংশ নহে, বেজিস্ট্রি কর্মকর্তা কোন দলিল সীলমোহর না করিলে তাহা

শুধুমাএ পদ্বতিগত ত্রুটি এবং এই ত্রুটি ৮৭ ধারার বিধান অনুসারে সংশেঅধনযোগ্য ।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *