1 September, 2015
১। একটি দলিলে চৌহদ্দি এবং জমির পরিমান দুটি উলেখ্য করা হয়েছে।এ দুইয়ের মধ্যে পরিমানগত পার্থক্য দেখা দিলে চৌহদ্দির উলেখিত পরিমান এ ক্ষেত্রে আদিকতর গ্রহনযোগ্য হবে।[12 DLR 266]
২। বিনিময় দলিল রেজিস্ট্রিকৃত না হল,তাহা দ্ধারা সম্পওির মালিকানা হস্তান্তরিত হয় না ।[19 DLR 192, dlr 464]
৩। বিক্রয় তখনি বৈদ ও চূরান্ত হয়,যখন বিক্রয় দলিল রেজিষ্ট্রীকৃত হয়[PLD 1981 SC {A.J-k}103,19DLR 192]
৪। একই দাতা কতৃক একই সমপওি হস্তান্তরের ক্ষেত্রে দুইি কবলার রেজিষ্ট্রী তারিখ হতে যে কবালার সম্পদন আগে তা স্বত্বের প্রশ্নে প্রধান্য পাবে।[1988 BLD{AD}73,15 DLR,77]
৫। ক্রয়কৃত সম্পওিতে দাতার আইনানুগ স্বত্ব না থাকার কারনে ক্রেতা দাতার বিরুদ্ধে ক্ষতি পুরনের মামলা করতে পারে।[27 CWN 1025]
৬। একটা দলিলের দাতাগন ভিন্ন ভিন্ন ভাবে মলিক, এরুপ বিভিন্ন সম্পওি সম্পর্কে বিভিন্ন দাতা একত্রে একটা দলিল সম্পাদন করলে অনিয়ম হবে না।[34 GLR {AD} 361]
৬। এটি আইনে একটি উত্তম প্রতিষ্টিত নীতি যে একটি রেজিষ্টীকৃত কবলা হলো স্বস্তের পক্ষে একটি প্রমাণ যা খতিয়ান এর উপর প্রধান্য পায়। [32 DLR {BD} -61}
৭। দাগে যে পরিমান জমির কথা উলেখ করা রয়েছে, সে পরিমাণ জমি দলিলে উলেখ্য করা হলে, আদালত ঐ দাগে সম্পূর্ণ জমির জন্য সে অধিকারী মর্মে সিদ্ধান্ত প্রদান করতে পারে। পরবর্তীতে জরীপে এ জমির পরিমাণ বাড়তি হতে পারে। [14 W.R 439]
৮। দলিলের উলেখিত পরিমাণের বাইরে অতিরিক্ত জমির জন্য ভূ-স্বামী অতিরিক্ত পাওনা দাবী করতে পারে না। [44 IC 241]