নামজারি যখন প্রয়োজন নেই (জায়গা-জমির নামজারি করতে হয় যেভাবে)
নামজারি যখন প্রয়োজন নেই:
সর্বশেষ জরিপের রেকর্ড যার নামে আছে তিনি জমি হস্তান্তর না করলে তার জীবদ্দশায় তার নামে নামজারি কোন প্রয়োজন নেই। নামজারি হলো জমির মালিকানা পরিবর্তন হলে পরবতী জরিপ না হওয়া পযন্ত সময়ের জন্য অন্তবর্তীকালীন ব্যবস্হা ,যেমন সি, টি (মহানগর) রেকর্ড চুড়ান্তভাবে প্রকাশিত হয়েছে সেখানে ঐ রেকর্ডের ভিওিতে ইউনিয়ন ভূমি সহকারী অফিসার নতুন করে স্বত্বলিপি তৈয়ার করেন ।ফলে এমনিতেই হোল্ডিং খোলা হবে।