M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

দখলের ভিত্তিতে মলিকানা দাবি/জমি-জমা সংক্রান্ত আইন

দখলের ভিত্তিতে মলিকানা দাবি

চরের জমি, খাস জমি বা অর্পিত পরিত্যক্ত সম্পত্তি একসনা লীজ নিয়ে ভোগদখলে থেকে অনেকেই জমির মালিকানা দাবি করে আদালতের স্বত্বের মামলা দায়ের করেন । যদিও একসনা লীজ কোন টেনেন্সী অধিকার সৃষ্ট করে না। লীজ গ্রহীতা মনে করেন যে সরকারী জমি বা খাস জমিতে ১২ বসর দখলে থাকলেই ঐ জমির মালিক হওয়া যায় ।প্রকৃত সত্য হলো সরকারি জমিতে জবরদখল এর মাধ্যমে মলিকানা দাবির সময়কাল ৬০ বসর । আর জবরদখল বলতে বুঝায় প্রকাশ্য বিরোধীতামূলক জবরদখল,একসনা লীজ বা ডিসিআর মূলে দখল হল অনুমতি দখল যা প্রকাশ্য বিরোধীতামূলক জবরদখল নয় (অনুচ্ছেদ: ৯৬ ও ৯৭ ভূমি ব্যবস্হাপনা ম্যানুয়াল)

আপনিকি ঢাকায় প্লট/ফ্ল্যাট/জমি ক্রয়ের কথা ভাবছেন? আপনার পছন্দের প্লট/ফ্ল্যাট/জমিটি আমাদের কাছেই আছে।

1Comments

  • জমি ক্রয়ের কত দিনের মধে্য দখল নিতে হয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *