নামজারির গুরুত্ব ও আইনগত মূল্
১।নামজারি আদেশের ভিওিতে সংশোধিত খতিয়ানের সৃষ্টি হয় ফলে সরকারি রেকর্ড মালিকের নাম প্রতিস্হাপন হয় এবং মালিকানা হালনাগাদ হয়।
২। নামজারির ফলে জমি পূর্বের জোত হতে খারিজ (কর্তন) হয়ে আবেদনকারীর নামে নতুন হোল্ডিং এর সৃষ্টি করে নামজারি না হকলে পরবর্তী জরিপ না হওয়া পযর্ন্ত তা পূর্ব মলিকের নামে(হোল্ডিং)থেকে যাবে
৩। নামজরিমূলে পৃথক হোল্ডিং খাজনাদি খুললে পরিশোধ করা সহজ হয়।
৪। ব্যাংক ঋণ,গৃহনির্মাণ ইত্যাদি ঋণ নেওয়ার জন্য নামজারি একান্ত প্রয়োজন ।
উপস্হাপন করা হলে জরিপ দল তার ভিত্তিতে ভূমি ব্যবস্হাপনা ম্যানুয়াল ১৯৯১ এর৩২০ অনুচ্ছেদ অনুসারে নতুন রেকর্ড করতে বাধ্য।
৬। নামজারি ব্যতীত জমি বেচা-কেনা করা যাবে না।
৭। নগত টাকার যেমন নিরাপদ স্হান হচেছ ব্যাংক একাউন্ড তেমনি জমি-জমার নিরাপত্তার একাউন্ড হচেছ নামজারির মাধ্যমে নিজ নামে হোল্ডিং