M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

নামজারি দায়িত্ব ও ক্ষমতা/নামজারি কীভাবে করবেন

নামজারি দায়িত্ব ও ক্ষমতা
জমির মলিকানার রেকর্ড বা খতিয়ানের হালকরনের জন্য জরিপ কার্যক্রম চলানো হয়। কিন্ত একটি জরিপ কার্যক্রম চূরান্ত হতে দীর্ঘ সময়ের মধো উত্তরাধিকার, এজওয়াজ, বিক্রয়,দান, বন্দোবস্ত ইত্যাদিভবে জমির মলিকানার পরিবর্তন ঘটে। রাষ্ট্রীয় অধিগ্রহন ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ এর ১৪৩ ধারায় কালেক্টরকে রেকর্ড হালকরনের ক্ষমতা দেওয়া হয়েছে। এক্ষতা বলে জমা- খরিজ ও নমজারি এবং একত্রীকরণের মাধ্যমে রেকর্ড হাল নাগাদ করে তা সংরক্ষণ করা হয়।কালেক্টরের পক্ষে সহকারি কমিশনার (ভূমি) প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫ এবং ভূমি ব্যবস্হাপনা ম্যানুয়াল ১৯৯০ এর ২০অুনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে এ দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *