5 September, 2015
মুসলিম উওরাধিকার আইনে ফারায়েজ নীতি
১। মুসলমানরে মৃত্যুর সাথে সাথেই তার সম্পওির স্বত্ব ওয়ারিশদের উপর বর্তায়।
২। প্রাথমিক উওরাধিকারী ৫ জন যথা (ক) স্বমী/স্ত্রী (খ) পিতা (গ)মাতা (ঘ)পুত্র (ঙ) কন্যা এ ৫ জন সম্পওি প্রাপ্তি হতে কখনো বঞ্চিত হবে না।
৩। হিস্যা বন্টনে নারী পুরুষের অর্ধেক পাবে ।অর্থাত প্রত্যেক পুত্র কন্যার দ্ধিগুন পাবে(ব্যতিক্রম –পিতা-মাতা,বৈপিত্রেয় ভাই-বোন)
৪। নিকটর্বতীর কারণে দুরর্বতী সম্পওি পাবে না। যেমন পিতা তাকলে দাদা পাবে না।
৫। মৃত্যুকালে যার দ্ধরা সম্পর্কযুক্ত তিনি বেচে থকলে পরবর্তী সম্পর্কযুক্ত ব্যাক্তি পাবেনা, যেমন ভাই বেচে থাকলে ভাইয়ের পুত্র পাবে না
৬। সন্তান বলতে পুত্র বা কন্যা উভয় কে বা যে কোন একজনকে বুঝাবে।
৭। পুএ না থাকলে কন্যা একজন হলে ½ বা ৫০০ অংশ
পাবে,কন্যা একাদিক হলে একত্রে ২/৩ বা ৬৬৭ অংশ পাবে (মোট সম্পওি ১০০০ধরে)
৮। স্বমীর সন্তান বর্তমানে স্ত্রী ১/৮ বা ১২৫ অংশ পাবে, স্বামী নি:সন্তান হলে স্বসীর সম্পওির ১/৪ বা ২৫০ অংশ পাবে (স্ত্রী একাদিক হলে একত্রে ঐ পরিমাণই পাবে)
৯। স্ত্রীর সন্তান থাকলে স্বামী ১/ ৪বা ২২৫ অংশ পাবে, নি:সন্তান হলে স্বামী স্বীর সম্পওি ১/২ বা ৫০০ অংশ পাবে।
১০। সন্তান থাকলে পিতা ১/৬ বা ১৬৭ অংশ ,সন্তান না থাকলে পিতা অপর শরীকের প্রাপ্য দেওয়াল পর বাকী অংশ পাবে ।
১১। সন্তান থাকলে মাতা ১/৬বা ১৬৭ অংশ, সন্তান না থাকলে ১/৩ অংশ বা ৩৩৩ অংশ পাবে
১২।স্বামী/স্ত্রী বেচে থাকলে স্বামী/স্ত্রী অংশ দেওয়ার পর মাতা অবশিষ্ট সম্পওির ১/৬ অংশ পাবে।
১৩। পুত্র বা পিতার বর্তমানে ভাই/বোন ওয়ারিশ হয় না।
১৪। পিতা, পুত্র, কন্যা বা ভাই/বোন না থকলে দূরবর্তী আত্মীয়গণ সম্পওি পাবে।
১৫।মৃত ত্যক্তি নি:সন্তান হলে পিতা ২/৩ অংশ মাতা ১/৩ অংশ পাবে।
১৬। পিতা ,মাতা ও সন্তান না থাকলে বোন থাকলে সে ১/২ পাবে।
১৭। নপুংসক সন্তানকে মেয়ে গণ্যে সম্পদ বন্টন করতে হবে
১৮।নি:সন্তান বোন সম্পওি পাবে
১৯। গর্ভস্হ সন্তান জীবিত গণ্যে উত্তরাধিকারী হবে।গর্ভের সন্তান কে পুত্র গন্য করে বা তার জন্মের পরে সম্পদ বন্টন করতে হবে।
২০।মৃতের পুত্র,পিতা, পৌত্র, জীবিত থাকলে বোন সম্পওি পাবে না ।
২১।যার সম্পওি বন্টন হচ্ছে তার মৃত্যুর পূর্বে তার কোন পুত্র/কন্যা মারা গেলে মৃত পুত্র/কন্যার কোন সন্তান বর্তমান থাকলে সে সন্তান ঐ পরিমাণ সম্পওি পাবে যা তার/তাদের পিতা/মাতা জীবিত থাকলে পেত(৪ ধারা মু:পা:আ: অ:৬১)
২২।সহোদর ভাই বৈমাত্রেয় ভাইদের আগে ওয়ারিশ হবে।
২৪। বৈমাত্রের ভাই একজন হলে ১/৬ অংশ একাদিক হলে একত্রে ১/৩ অংশ পাবে।।
২৫। মৃত ব্যক্তির পুত্র/কন্যা, পৌত্র, বা দাদা বর্তমান থাকলে বৈপিত্রেয়/বৈমাত্রেয় ভাই/বোন কোন সম্পওি পাবে না।
২৬।কোন উত্তরাধিকারি সম্পওি থেকে বঞ্চিত হবে সে (ক) যার সম্পওি তাকে হত্যা করলে (খ) ভিন্ন ধর্ম গ্রহণ করলে।
২৭। পিতা মাতা না খাকলে মাতার মাতা ও পিতার পিতা থাকলে উভয়ে একত্রে ১/৬বা ১৬৭ অংশ পাবে।
২৮। পিতা থাকলে ভাই বোন কোন সম্পওি পাবে না।
আমার আপন ছোট ভাই সাত মাস আগে দুর্বৃত্তদের গুলিতে খুন হয়! সে অবিবাহিত ছিল! তার মৃত্যুর পর তার হত্যা মামলা হতে তার নিজের ও পিতার যাবতীয় দায়, দায়িত্ব, স্বয়, সম্পদ আমি একা দেখাশুনা ও পরিচালনা করে চলেছি। আমার আপন দুই বোন রয়েছে। এখন আমার জানার বিষয় হলো আমার ভাইয়ের স্থিত সম্পত্তিতে আমার অধিকার কতটুকু বা কি? আমার বোনরা কি কোন অংশ দাবি করতে পারে?