M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

সম্পত্তি ক্রয়ের পরে ক্রেতার করণীয়

সম্পত্তি ক্রয়ের পরে ক্রেতার করণীয়
১। পূর্বে সম্পত্তির দখল না নিয়ে থাকলে সম্পত্তির বাস্তব দখল গ্রহন করতে হবে এবং সম্পত্তিতে এমন কিছু করতে হবে যাতে সম্পত্তিতে দখল নিয়েছেন তা স্পষ্ট হয়।
২। রেজিস্ট্রি অফিস থেকে সাফ কবালা দলিলের সার্টিফাইড কফি তুলে নিতে হবে এবং মূল দলিল উঠানোর রশিদ নিতে হবে । উল্লেখ্য যে, যথাসময়ে মূল দলিল রেজিস্ট্রি অফিস থেকে তুলে নিতে হবে । এ ক্ষেত্রে অবহেলা করা চলবে না।কারণ নির্ধারিত সময়ের পর রেজিস্ট্রি অফিস কর্তৃক মূল দলিল বিনষ্ট করা হয়।


৩। বিক্রেতার নিকট থেকে ক্রয়কৃত সম্পত্তির সংশ্লিষ্ট সকল প্রকার দলিল ও কাগজপত্রাদি ক্রেতা গ্রহন করবেন।
৪। সম্পত্তি ক্রয়ের পর সাফ কবালা দলিলের সার্টিফাইড কফি ও অন্যান্য আনুসাঙ্গিক কাগজপত্র দাখিল অন্তে যথাশীঘ্র ক্রেতা নিজনামে ক্রয়কৃত সম্পত্তির নামজারি (মিউটেশন) করিয়ে নিবেন।
৫। যথাশীঘ্র সম্পত্তির খাজনা নিজ নামে পরিশোধ করবেন এবং মূল দলিল দস্তাবেজ সযন্তে সংরক্ষন করবেন।

আপনিকি ঢাকায় প্লট/ফ্ল্যাট/জমি ক্রয়ের কথা ভাবছেন? আপনার পছন্দের প্লট/ফ্ল্যাট/জমিটি আমাদের কাছেই আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *