সম্পত্তি ক্রয়ের পরে ক্রেতার করণীয়
16 September, 2015
সম্পত্তি ক্রয়ের পরে ক্রেতার করণীয়
১। পূর্বে সম্পত্তির দখল না নিয়ে থাকলে সম্পত্তির বাস্তব দখল গ্রহন করতে হবে এবং সম্পত্তিতে এমন কিছু করতে হবে যাতে সম্পত্তিতে দখল নিয়েছেন তা স্পষ্ট হয়।
২। রেজিস্ট্রি অফিস থেকে সাফ কবালা দলিলের সার্টিফাইড কফি তুলে নিতে হবে এবং মূল দলিল উঠানোর রশিদ নিতে হবে । উল্লেখ্য যে, যথাসময়ে মূল দলিল রেজিস্ট্রি অফিস থেকে তুলে নিতে হবে । এ ক্ষেত্রে অবহেলা করা চলবে না।কারণ নির্ধারিত সময়ের পর রেজিস্ট্রি অফিস কর্তৃক মূল দলিল বিনষ্ট করা হয়।