স্বত্বহীন বিক্রয়
যে ক্ষেত্রে বিক্রেতার মালিকানা স্বত্ব না থাকা স্বত্তেও সে বিক্রি করে বা বিক্রয় চুক্তিতে আবদ্ধ হয়, সে ক্ষেত্রে ক্রেতা তার বিনিময় মূল্য বিক্রতার নিকট হতে আদায় করতে পারে এবং এরুপ ক্ষেত্রে মামলা দায়ের করতে কোন তামাদির প্রশ্ন উঠে না।এ ক্ষেত্রে বাদি বিক্রেতার স্বত্বের নিশ্চয়তা সম্পর্কে ঞ্জান ছিল কিনা তাও প্রাসঙ্গিক নয়।আবার প্রত্যেক বিক্রয় চুক্তিতে এটি ধরে নেয়া হয় যে বিক্রেতা ক্রেতার সঙ্গে এই মর্মে চুক্তিবদ্ধ হয়েেছ যে, বিক্রেতা যে সম্পত্তি বা স্বার্থ হস্তান্তর করতে চায় উহা তার আছে এবং তা হস্তান্তর করার ক্ষমতা তার রয়েছে । তাই স্বত্বহীন সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতার এরুপ ঞ্জান ছিল কিনা তা বিবেচ্য বিষয় নয়। কেতা সর্বদা ক্ষতিপূরণ পাবার অধিকারী