বাবা কি সম্পত্তির ভাগ পান/মুসলিম উত্তরাধিকার আইন
28 October, 2015
বাবা কি সম্পত্তির ভাগ পান
মা-বাবা জীবিত থাকা অবস্থায় তাঁদের সন্তান যদি মারা যায়, তাহলে মুসলিম আইন অনুযায়ী মৃত সন্তানের সম্পত্তির ভাগ তার মা-বাবা পাবেন। এ সন্তান ছেলে বা মেয়ে—এটা বিবেচ্য নয়। সন্তান যে-ই হোক না কেন, তাদের নিজস্ব যেকোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি থাকলেই তাতে মা-বাবা অংশ পাবেন। সন্তানের ভবিষ্যৎ বংশধরেরা কোনোভাবেই মা কিংবা বাবার সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করতে পারবে না। মৃত সন্তানের সম্পত্তির অংশ পাওয়ার পর মা-বাবা তাঁদের ইচ্ছেমতো এ সম্পত্তি ভোগদখল করতে পারবেন, কাউকে দান বা বিক্রি করে দিতে পারবে। এতে কেউ বাধা দিতে পারবে না। অনেকে মনে করেন, কোনো বিবাহিত মেয়ে যদি মারা যান এবং তাঁর নিজের নামে যদি কোনো সম্পত্তি থাকে, তাহলে এ সম্পত্তি শুধুই তাঁর স্বামী, সন্তান কিংবা শ্বশুরবাড়ির লোকজন পান—মেয়েটির মা-বাবা কোনো সম্পত্তি পাবেন না। এটা ঠিক নয়। মেয়ে বিবাহিত হলেও মেয়ের সম্পত্তিতে মা-বাবার অংশ রয়েছে। মা-বাবাকে যদি তাঁর মৃত সন্তানের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, তাহলে মা-বাবা আইনের আশ্রয় নিতে পারেন। দেওয়ানি আদালতে বণ্টনের মামলা এবং মালিকানার জন্য মামলা করতে পারেন।