M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

জাল দলিল, আইন ও প্রতিকার

মামলা করার বিধানাবলি (পর্ব এক)এর প

১। দেওয়ানি আদালতের সুনিদিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ এর ৩৯ ধারায় জাল দলিল রেজিস্ট্রি বাতিলের মামলা করা যাবে।

২। ফৌজদারী আদালতে দলিল জালকারীর শাস্তি দাবি করে দন্ড বিধির ৪০৬/৪২০/৪৬৩-৪৭৩ ধারায় মামলা করা যাবে।

৩। সুনির্দিষ্ট প্রতিকার আইন ৪0 ধারায় জাল দলিলের আংশিক বাতিলের মামলা করা যাবে।

৪। তামাদি আইনের ১ম তফসিলের ৯১ নং অনুচ্ছেদ অনুসারে মামলা করা যাবে।

৫। নাবালকের জমি জাল দলিলের মাধ্যমে নিয়ে নিলে ক্ষতি গ্রস্হ নাবালক ২১ বছর র্পূন হলে বা তার অভিবাবক জাল জলিল সৃজন হয়েছে বলা মাত্রই মামলা করতে পারবেন নাবালকের সম্পত্তি হস্তান্তর আইনত অবৈধ ।

৬। যিনি কোন দলিরকে কাল বা অন্যায় সম্পাদিত বলে দাবি করবেন তাকেই সাক্ষ্য আইন ১0১ ধারা ২৬ডি এল আর ৩৯২ তার দাবির পক্ষে সত্যতা প্রমান করতে হবে।


৭। জাল দলিল বাতিল না হলে যিনি ক্ষতিগ্রস্ত হবেন তিনি এ মামলা করতেন পারবেন।

৮। একাদিক ব্যক্তি বা পক্ষ হলে তাহাদের সবাই বা পক্ষে বকে জন মামলা করতে পারবেন।

৯। সাক্ষ্য আইন ১0১ ধারা ২৬ডি এল আর ৩৯২ ধারা মতে যিনি জাল দলিল এর জন্য ক্ষতিগ্রস্ত তাকেই তার পক্ষে সত্যতা প্রমান করতে হবে।

ফলাফল পরবর্তী অবস্হা

জাল দলিল বাতিলের জন্য সিভিল কোট বা দেওয়ানী আদালতে মামলা করার পর আদালত যদি আপনার দলিল অন্যান্য প্রমাণাদী পর্যবেক্ষণ করে সন্তষ্ট হন তাহলে তিনি জাল দলিল বাতিলের আদেশ দিয়ে রায় পুদান করবেন।আদালত রায়ের ১ কফি সংশ্লিষ্ট ‍সাব-রেজিস্ট্রি অফিসে প্রেরন করবেন।‍সাব-রেজিস্ট্রি অফিস আদলেতের আদেশ বা রায় অনুযায়ী দলিল বাতিলের বিষয়টি রেজিস্ট্রি বহিতে লিপিবদ্ধ করে রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *