জাল দলিল, আইন ও প্রতিকার
20 November, 2015
মামলা করার বিধানাবলি (পর্ব এক)এর পর
১। দেওয়ানি আদালতের সুনিদিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ এর ৩৯ ধারায় জাল দলিল রেজিস্ট্রি বাতিলের মামলা করা যাবে।
২। ফৌজদারী আদালতে দলিল জালকারীর শাস্তি দাবি করে দন্ড বিধির ৪০৬/৪২০/৪৬৩-৪৭৩ ধারায় মামলা করা যাবে।
৩। সুনির্দিষ্ট প্রতিকার আইন ৪0 ধারায় জাল দলিলের আংশিক বাতিলের মামলা করা যাবে।
৪। তামাদি আইনের ১ম তফসিলের ৯১ নং অনুচ্ছেদ অনুসারে মামলা করা যাবে।
৫। নাবালকের জমি জাল দলিলের মাধ্যমে নিয়ে নিলে ক্ষতি গ্রস্হ নাবালক ২১ বছর র্পূন হলে বা তার অভিবাবক জাল জলিল সৃজন হয়েছে বলা মাত্রই মামলা করতে পারবেন নাবালকের সম্পত্তি হস্তান্তর আইনত অবৈধ ।
৬। যিনি কোন দলিরকে কাল বা অন্যায় সম্পাদিত বলে দাবি করবেন তাকেই সাক্ষ্য আইন ১0১ ধারা ২৬ডি এল আর ৩৯২ তার দাবির পক্ষে সত্যতা প্রমান করতে হবে।