প্রি-এমশন বা অগ্রক্রয় আইন ও প্রয়োগ/প্রি-এমশন কি? পর্ব (চার)
প্রি-এমশন বা অগ্রক্রয় আইন ও প্রয়োগ/প্রি-এমশন কি? পর্ব (চার)
(এ) আবেদনকারী বা আবেদনকারীগণ যারা ও ধারায় ক্রয় করতে অধিকারী হয়েছেন এবং ঐ শর্তসমুহ পালন করেছেন তাদের দরখাস্ত বা দরখাস্তসমূহ মঞ্জুর করে আদেশ দান।
(বি)-(৮) উপধারা মোতাবেক একাদিক আবেদনকারীর পক্ষে আদেশ পাশ হলে তাদের মধ্যে হোল্ডিং বা খন্ড বা অংশকে আদালত যা ন্যায্য মনে করবেন, সেভাবে ভাগ করবেন।
(সি)- আবেদনকারী বা আবেদনকারীগণ কর্তৃক (৩) ও (৫) উপধারাধীণ প্রদত্ত জমাকৃত টাকা হতে যদি কেহ কোন টাকা ফরৎ পাওয়ার অধিকার হলে তা তাকে ফরৎ প্রদানের নিরর্দেশ দিতে।
(ডি) (৩) ও (৫) ধারাধীন জমাকৃত টকা হতে ক্রেতাকে মূল্য পরিশোধের জন্য নিরর্দেশ দিতি।
(ই) যে সকল ত্যক্তি গণের আবেদনসমূহ মঞ্জুর হয়েছে তাহাদের বরাবরে ৬০দিনের মধ্যে বিক্রয় দলিলসমূহ সম্পাদন ও রেজিস্ট্রি করে দিতে ক্রেতাকে নির্দেশ দিতে, এবং এরুপ রেজিস্ট্রেশনের জন্য কোন ট্যাক্স বা ডিউটি ফিস প্রদান করতে হবে না।
১০ উপধারা ১০ (৯) উপধারা (ই) দফা মোতাবেক নির্দেশ অনুসারে ক্রেতা যদি ৬০ দিনের মধ্যে যে ব্যক্তি বা যে সকল ব্যক্তিগনের আবেদনসমূহ মঞ্জুর করা হয়েছে তার বা তাহাহের বরাবরে বিক্রয় দলিলসমূহ সম্পাদন ও রেজিস্ট্রি করে দিতে বা বিক্রয় দলিলসমূহ সম্পাদন ও রেজিস্ট্রি করে দিতে ব্যার্থ হন আদালত ইহার পর ৬০ দিনেরমধ্যে এরুপ ব্যক্তি বা ব্যক্তিগণ যার বা যাদের আবেদন মঞ্জুর করা হয়েছে তাদের বরাবরে বিক্রয় দলিল বা দলিলসমূহ সম্পাদন করতেন ও রেজিস্ট্রির জন্য উপস্হাপন করবেন।
১১ উপধারা ১১-(৯) উপধারা (ই) দফা মোতাবেক কিংব (১০) উপধারাধীন বিক্রয়ে বা দলিলসমূহ রেজিস্ট্রি তারিখ হতে উক্ত বিক্রয়ের ফলে হোল্ডিং কিংবা খন্ডে কিংবা অংশে ক্রেতার যে অধিকার স্বত্ব ও স্বর্থ উদ্ভব হয়েছিল তা (৯) উপধারাধীন পাষকৃত কোন আদেশের সাপেক্ষে বিক্রয়ের তারিখ হতে যে সকল দায় উদ্ভব হয়েছিল সে সমূদয় দায় মুক্ত হয়ে শরীক কিংবা প্রজাগণের উপর (৯) উপধারাধীন যার আবেদন বা যাদের আবেদনসমূহ ক্রয়ের জন্য মঞ্জুর করা হয়েছে তদের উপর কর্তিয়েছে বলে গণ্য হবে।
চলবে……………