প্রি-এমশন বা অগ্রক্রয় আইন ও প্রয়োগ/প্রি-এমশন কি? (শেষ পর্ব )
16 November, 2015
চতুর্থ পর্বের পর….:
১২ উপধারা: (১২) এরুপ আবেদনকারী বা আবেদনকারীগণের আরো আবেদনের ভিত্তিতে আদলত তাদের বা তাদেরকে তার বা তাদের উপর ক্ষেত্র অনুযায়ী বার্তানু সম্পত্তির দখলে বহাল করবেন।
১৩ উপধারা: উপথারারা (বি) দফা অনুযাযী বন্টন আদেশ হোল্ডিং এর বন্টন হিসবে কার্য়করী হবে না।
১৪ উপধারা: ১৪ এই ধারাধীন কোন আবেদন যে ভূমি উদ্ধারের জন্য উহা করা হয়েছে তা এমন আদালতে দায়ের করতে হবে, যে আদলতের উক্ত ভূমি উদ্ধারের মোকদ্দমা গহেণের অধিকার আছে।
১৫ উপধারা: ১৫ এই ধারার অধীনে আদালতের যো কোন আদেশের বিরুদ্ধে সাধারণ দেওয়ানী আপীল আদালতে আপীল রক্ষণীয় হবে।
১৬ উপধারা: ১৬ এই ধারার কোন কিছুই বাস্তু ভূমি (আবাস ভূমি) ভূমির ক্ষেত্রে প্রয়োজ্য হবে বলে গণ্য হবে।
১৭ উপধারা: ১৭ এই ধারার কোন কিছু নাই যাহা মোকহাম্মদান আইন দ্বারা কোন ব্যক্তির উপর বর্তানু প্রি-এমশনে অধিকার রহিত করে।
১৮ উপধারা: ১৮ এ ধারারা কোন কিছুই নাই যাহা স্টেস্ট একুইজিশন এন্ড ট্যানান্সি (সংশোধনী) এ্যাক্ট ২০০৬ বলবত হওয়ার পূবে রায়াতের হোল্ডিং এর কোন খন্ড বা অংশ এর হস্তান্তরের কিংবা ৯৬ ধারা মোতাবেক দাখিলকৃত কোন দরখাস্ত এর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
===0===