ভুল দলিল সংশোধন
দলিলের ভুল চোখে পরার পর তা সংশোধনের জন্য তিন বছরের মধ্যে সিভিল র্কোট বা দেওয়ানী আদালতে মামলা করতে হবে। তিন বছরের বেশি সময় পার হয়ে গেলে এরুপ মামলা তামাদির দ্ধারা বাতিল হয়ে যায়। তখন আর মামলা করা যায় না।তখন এ সমস্যা সমাধান করার জন্য আদালতে ঘোষণামূলক মামলা করতে হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইন ৩১ ধারা অনুযায়ী এরুপ আদালতে ঘোষণামূলক মামলার রায়ই সংশোধন দলিল হিসাবে গন্য হবে।উক্ত রায়েল কফি সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে প্রেরন করার পর সাব-রেজিস্ট্রি অফিস আদালতের রায় অনুযায়ী রেজিস্ট্রার বহিতে ভুল সংশোধন করে নিবেন।এই ভুলের জন্য নতুন করে দলিল করার প্রয়োজন হয় না
Please follow and like us: