সম্পত্তি হস্তান্তরের আইনের ধারা /সম্পত্তি রেজিস্ট্রেশন আইনের ধারা
সম্পত্তি হস্তান্তরের আইনের ধারা –৫
১। দান চক্তি হস্তান্তর বিনিময় ছাড়াও বৈধ হবে।
২।চক্তি রেজিস্ট্রির পর পরই হস্তান্তর কার্যকর হবে।
৩।সম্পত্তি হস্তান্তরের চুক্তি যখন রেজিস্ট্রি করা হরে।
৪।সম্পত্তি যখন কোন জীবিত ব্যক্তির বরাবর হস্তান্তর করা হবে।
৫।হস্তান্তর যখন টাকা বা কোন কিছুর বিনিময় হরে।
সম্পত্তি হস্তান্তরের আইনের ধারা –৭
১।চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তির হস্তান্তরযোগ্য সম্পত্তির স্বাত্ত্বাধিকারি হলে তিনি তিনি সম্পত্তি হস্তান্তর করতে পারবেন।
২। হস্তান্তরের যোগ্যতা বলতে হস্তান্তরকারী সুস্হ মস্তিষ্ক সম্পন্ন সাবালক ব্যক্তি হবেন।
৩। সম্পত্তিটি হস্তান্তরকারীর নিজের না হলে উক্ত সম্পত্তি হস্তান্তর করার অধিকার তার থকতে হবে।
সম্পত্তি হস্তান্তরের আইনের ধারা –৮
১। সম্পত্তি হস্তান্তরের সাথে সাথে ঐ সম্পত্তির দাতার সকল হস্তান্তরযোগ্য স্বার্থ গ্রহীতার উপর বর্তাবে।
সম্পত্তি রেজিস্ট্রেশন আইনের ধারা –১৭
রেজিস্ট্রেশন আইনের এই ধারায় কবলঅ দলিল , স্হবর সম্পত্তির দানপত্র দলিল, বন্ধকি দলিল, বাটোয়ারা দলিল, দায়বধ্য দলিল, স্হয়ী ইজারা দলিল, আদালতের সোল এস ডিগ্রি দলিল, রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
একজন ব্যক্তি কি এমন কোন সম্পত্তি হস্তান্তর করতে পারে, যা তার নেই?
হস্তান্তর করতে পারে না যদি সে উক্ত সম্পত্তির মালিক না হয়।