M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

এক নজরে একর শতকের সূত্রাবলী:


এক নজরে একর শতকের সূত্রাবলী:

১ একর         =১0 বর্গ চেইন।

১ একর         =১00 শতক।

১ একর         =৪৩৫৬0 বর্গফুট।

১ একর         =১৯৩৬0 বর্গহাত।

১ একর         =৪৮৪0 বর্গহজ।

১ একর         =৪0৪৭ বর্গমিটার।

১ একর         =১,00,000 বর্গলিংক।

১ একর         =৩ বিঘা ৮ ছটাক।

১ একর         =৬0.৫ কাঠা।

১ একর         =২ কানি ১0 গন্ডা।

(৪0 শতকের কানিতে

১ শতক         =৪৩৫.৬ বর্গফূট।

২ শতক         =১ গন্ডা।

আপনিকি ঢাকায় প্লট/ফ্ল্যাট/জমি ক্রয়ের কথা ভাবছেন? আপনার পছন্দের প্লট/ফ্ল্যাট/জমিটি আমাদের কাছেই আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *