M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

নামজারীর বিভিন্ন পদ্ধতি ও প্রতিকার (নামজারি বা মিউটেশন এর নিয়ম ও প্রয়োগ)

 নামজারি বা মিউটেশন এর নিয়ম ও প্রয়োগ
মিউটেশন (Mution)ইংরেজি শব্দ বাংলা অর্থ হল নামজারি বা পরিবর্তন। এখানে খতিয়ানের নাম লেখন ভুক্ত বা জমাজমি ভাগ বা পরিবর্তন কে বাঝায়।
নামজারিকরণের ক্ষমতা
ভূমি ব্যবস্হাপনা ম্যানুয়াল ১৯৯0এর ২0 অনুচ্ছেদ বলে  নামজারির দায়িত্ব সহকারী ভূমি কমিশনারের উপর ন্যাস্ত।

আপনিকি ঢাকায় প্লট/ফ্ল্যাট/জমি ক্রয়ের কথা ভাবছেন? আপনার পছন্দের প্লট/ফ্ল্যাট/জমিটি আমাদের কাছেই আছে।

নামজারির কারণ


১। রেজিস্ট্রি দলিলগুলো জমি হস্তান্তরের কারণে:
২। ভূসি মালিকের মৃত্যুর কারণে:
৩। সরকার কর্তৃক খাস জমি বন্দোবস্তের কারণে:
৪। কবলা,উপহার ও উইল এর ক্ষেত্রে নামজারি:
৫। সমবায় সমিতির ক্ষেত্রে নামজারি:
৬।খাস খতিয়ানভুক্ত করণের ফলে নামজারি:
৭। এল এ কেসের আওতায় নামজারি:
৮। স্বত্ব মামলায় রায় ডিক্রির মূলে নামজারি:
৯।খাজনা অনাদায়ে জমি বিক্রি ও তৎসংশ্লিষ্ট নামজারি:
১0। নদী সিস্তির কারণে খাজনা মওকুফ করা হলে:
১১। সাটিফিকেট মামলা ও র্কোটে মামলার মাধ্যমে কোন জমি নিলাম খরিদ হলে ও
স্বত্বাধিকার ঘোষিত হলে নামজারির প্রয়োজন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *