অন্তর্বর্তী লাইন, শূন্য স্হান,মুছিয়া ফেলা লেখা কিংবা পরিবর্তন সম্বলিত দলিল
1 February, 2016
অন্তর্বর্তী লাইন, শূন্য স্হান,মুছিয়া ফেলা লেখা কিংবা পরিবর্তন সন্মলিত দলিল
১। যদি কোন দলিলে অন্তর্বর্তী লাইন, শূন্য স্হান,মুছিয়া ফেলা লেখা কিংবা কোন রকম পরিবর্তন থাকে এবং দলিল সম্পাদনকারী উক্ত অন্তর্বর্তী লাইন, শূন্য স্হান,মুছিয়া ফেলা লেখা অথবা পরিবর্তন তাহার নিজের দস্তখত দ্ধারা এটেস্ট না করেন তবে রেজিস্ট্রিকারী অফিসার তাহার ইচ্ছানুযায়ী দলিলটি রেজিস্ট্রি করতে অস্বীকার করিতে পারেন।
২। যদি রেজিস্ট্রি অফিসার ঐরুপ কোন দলিল রেজিস্ট্রি করেন, তবে রেজিস্ট্রিকরনের সময় উক্ত অন্তর্বর্তী লাইন, শূন্য স্হান, মুছিয়া ফেলা লেখা এবং পরিবর্তন সম্পর্কে সংশ্লিষ্ট খতিয়ানে টীকা লিপিবদ্ধ করিবেন।