M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

যৌতুক নিরোধ আইন, ১৯৮0 (১৯৮0 সালের 35 নং আইন)

যেহেতু বিবাহসমূহে যৌতুক গ্রহণ ও প্রদানরদকল্পে বিধান করা সমীচীন সেহেতু এতদ্ধারা নিম্মরুপ

আইন প্রণয়ন করা হইলঃ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তনঃ

(১) এই আইন (১৯৮0 সালের”যৌতুক নিরোধ আইন” নামে।খিহিত হইবে

(২) সরকার কর্তৃক সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দিষ্ট তারিখ হতে উহা বলবৎ হইবে।

২। সংজ্ঞাঃ


বিষয়বস্ত ও প্রসঙ্গের পরিপন্হী না হইলে, এই আইনে “যৌতুক” বলিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রদত্ত যে কোন সম্পত্তি বা”মূল্যবান জামানত” কে বুঝেইবে যহা

(ক) বিবাহের এক পক্ষ অপর পক্ষকে অথবা

(খ)বিবাহের কোন এক পক্ষকের পিতমিাতা বা অন্য কোন বা অন্য কোন ব্যক্তি কর্তৃক বিবাহের যে কোন পক্ষকে বা অন্য ব্যাক্তিকে বিবাহ মজলিশে অথবা বিবাহের পূর্বে বা পরে বিবাহের পনরুপে প্রদান করে বা প্রদান করতে অঙ্গীকারাবদ্ধ হয়; তবে যৌতুক বলিতে মুসলিম ব্যক্তিগত আইন (শরিয়ত) মেতাবেক ব্যবস্হিত দেনমোহর বা মোহরানা বুঝাইবে না।

ব্যাখ্যা ১ । সন্দেহ নিরসনকল্পে এতদ্ধারা জ্ঞাত করা হইল যে বিবাহের সহিত সরাসরি সম্পর্কিত নহেন এমন কোন ভ্যক্তি কর্তৃক স্বামী বা স্ত্রী, যে কোন পক্ষকে অনধিক পাচঁশত টাকা মূল্যমানের কোন জিনিস বিবাহের পণ হিসাবে নহে উপঢৌকনরুপে প্রদান করিলে অনুরুপ উপঢৌকন এই ধারামতে যৌতুক হিসাবে গণ্য হইবে না।

ব্যাখ্যা ২ । দন্ডবিধি (1860 সালের 45 নং আইনে) ৩0 ধারার “মূলৗবান জামানত” যে অর্থে ব্যহৃত হইয়াছে, এই আইনেও ঐ শব্দাবিলী একই অর্থ বুঝাবে।

৩। যৌতুক প্রদান বা গ্রহণের দন্ডঃ

এই আইন বলবৎ হওয়ার পর, কোর ব্যক্তি যৌতুক প্রদান বা গ্রহণ করিলে অখবা যৌতুক প্রদান বা গ্রহণে সহায়তা করিলে সে সর্বাধিক পাঁচ বৎসর এবং বৎসরের নিম্নে নহে মেয়াদের কারাদন্ড বা জরিমানায় অথবা উভয়বিধ দন্ডে দন্ডনীয় হইবে।

৪। যৌতুক দাবি করিবাব দন্ডঃ

এই আইন বলবৎ হওয়ার পর, কোর ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কনে বা বরের পিতমিাতা বা অভিভাবকের নিকট যৌতুক দাবি করিলে, সে সর্বাধিক পাঁচ বৎসর এবং বৎসরের নিম্নে নহে মেয়াদের কারাদন্ড বা জরিমানায় অথবা উভয়বিধ দন্ডে দন্ডনীয় হইবে।

5। যৌতুক প্রদান বা গ্রহণের চুক্তিবাতিল গণ্য হইবেঃ

যৌতুক প্রদান বা গ্রহণের যে কোর চুক্তিপত্র বাতিল বলিয়া গণ্য হইবে।

6। স্ত্রী বা তাহার উত্তরাধিকারীগণের উপকারার্থে যৌতুকঃ

ধারাটি 1984 সালের 64 অধ্যঅদেশ দ্ধারা বাদ দেওয়া হইয়াছে

যৌতুক এর জন্য অত্যাচার :

নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি, সমাজে সচেতনতার অভাব, মূল্যবোধের অবক্ষয়, দারিদ্র, বেকারত্ব শিক্ষার অভাব প্রভৃতি যৌতুক-এর দাবীর মূল কারণ। আর দাবী পুরণ না হলে হচ্ছে অসহায় নারীদের উপর অত্যাচার, যার মাত্রা মৃত্যু পর্যন্ত গড়ায়।

 

trtrtqqqqooo1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *