M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

বিক্রয় বা সাফ কবলা দলিলের রেজিষ্ট্রেশন ব্যয়

বিক্রয় বা সাফ কবলা দলিলের রেজিষ্ট্রেশন ব্যয় নিম্ন রূপ

২০০৯ সালের অক্টোবর থেকে পৌর এলাকা ভুক্ত এলাকার জন্য

১ । ননজুডিশিয়াল ষ্ট্যাম্প (সম্পত্তির মূল্যের)                                            ৩.০%

২। সরকারী রেজি: ফি (যা রেজিষ্ট্রি অফিসে নগদ জমা দিতে হয়)                          ২.০%

৩। স্থানীয় সরকার ফি (যা রেজিষ্ট্রি নগদ জমা দিতে হয়)                                ১.০ %

৪। উৎস কর (এক লক্ষ টাকার উপরের জন্য প্রযোজ্য)                                 ২.০%

৫। গেইন ট্যাক্স ( পৌর/ সিটি কর্পোরেসনে জমা দিতে হয়)                              ১.০ %

                                                                     মোট    ৯.০%


পৌর এলাকা বা সিটি কর্পোরেশন বহির্ভূত/ ইউনিয়ন পরিষদভুক্ত এলাকার জন্য

১। ননজুডিশিয়াল ষ্ট্যাম্প (সম্পত্তির মূল্যের)                                        ২.০ %

২।সরকারী রেজি: ফি (যা রেজিষ্ট্রি অফিসে নগদ জমা দিতে হয়)                      ২.০ %

৩। স্থানীয় সরকার ফি (যা রেজিষ্ট্রি নগদ জমা দিতে হয়)                           ১.০ %

৪। উৎস কর (এক লক্ষ টাকার উপরের জন্য প্রযোজ্য)                               ১.০  %

                                                                      মোট     ৬.০%        

তাছাড়াও প্রতিটি দলিল রেজিষ্ট্রির সময় ৫০/= (পঞ্চাশ) টাকা মূল্যের ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে হলফনামা ও একটি নোটিশ সংযুক্ত করতে হয়। উক্ত নোটিশে ১/= টাকা মূল্যের কোর্ট ফি সংযুক্ত হয়। দলিল রেজিষ্ট্রি করতে ১৫০ টাকার ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে দলিল সম্পাদন করতে হয় এবং ষ্ট্যাম্পের বাদবাকী মূল্য বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের মাধ্যমে চালান করে, চালানের কপি সংযুক্ত করতে হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *