পাওয়ার অব অ্যাটর্নি আইন
১। প্রশ্ন:- যৌথদাতার একজনের মৃত্যুর পরিণাম
উত্তর:-অপ্রত্যাহারযোগ্য পাওয়ারদাতা একাধিক হইলে উক্ত পাওয়ার অব অ্যাটর্নির উদ্দেশ্য বাস্তবায়িত হইবার পূর্বে কোন পাওয়ারদাতার মৃত্যুতে তাহার ওয়ারিশগণ এমনভাবে মৃত পাওয়ারদাতার স্থলাভিষিক্ত হইবেন এবং কার্য-সম্পাদন করিবেন যেন পাওয়ারদাতার মৃত্যু হয় নাই।
২। প্রশ্ন:- যৌথগ্রহীতার একজনের মৃত্যুর পরিণাম
উত্তর:- অপ্রত্যাহারযোগ্য পাওয়ারগ্রহীতা একাধিক হইলে, উহাদের কোন একজনের মৃত্যুতে, উক্ত পাওয়ার অব অ্যাটর্নি বাতিল হইবে না বরং উহা অবশিষ্ট জীবিত পাওয়ারগ্রহীতাদের ক্ষেত্রে অক্ষুণ্ন ও বলবৎ থাকিবে।
অপ্রত্যহারযোগ্য আমমোতারনামা বাতিল করার উপায় কি?
২০১২ সালে প্রণীত পাওয়ার অব অ্যাটর্নি আইনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী আবাসন কম্পানি দলিলের শর্ত ভঙ্গ করলে পর পর তিনটি নোটিশ করে জমির মালিক রেজিস্ট্রি অফিসে গিয়ে সেই দলিল বাতিল করতে পারবেন। কিন্তু ২০১৫ সালের ২৩ জুলাই প্রণীত পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালার ১৩ নম্বর বিধিতে বলা হয়েছে, দুই পক্ষের সম্মতি ও উপস্থিতিতেই পাওয়ার অব অ্যাটর্নি দলিল বাতিল করতে হবে।