প্রশ্নঃ দান্ ও উইলের পার্থক্য কি?
উত্তরঃ ১। দান সাথে সাথে কার্যকর হয়,উইল কার্যকর হয় উইল দাতার মৃত্যুর পর।
২। দান সম্পন্ন হ্ওয়ার পর আদালতের রায় ব্যতীত তা আর প্রত্যাহার করা যায় না কিন্ত
উইল ইচ্ছেমত বাতিল করা যায়।
৩।দান করার সময় দানের সম্পত্তিতে দাতার মালিকানা্ ও দখল থাকতে হবে অন্যদিকে মৃত্যুর
পূর্বে পা্ওয়া যাবে এরুপ যে কোন সম্পত্তি উইল করা যাবে।