দেওয়ানী আদালতে রিভিশন
১। দেওয়ানী কার্যবিধি অনুযায়ী রিভিশনের ধারা ১১৫ এবং কোন আদেশ নেই।
২। দেওয়ানী আদালতের রিভিশনের এখতিয়ার শুধুমাত্র জেলা জজ ও হাইকোর্ট বিভাগের।
৩। যে ক্ষেত্রে আপিলের বিধান নেই সেই ক্ষেত্রে রিভিশন দায়ের করা হয়।
৪। রিভিশন দায়ের করা হয় আইনগত ভুল ও ন্যায় বিচারে বিঘ্ন ঘটার কারনে।
৫। দেওয়ানী আদালতে রিভিশন দায়ের জন্য কোন তামাদি সময় নেই।
৬। জেলা জজ প্রদত্ত রিভিশন মামলায় প্রদত্ত আদাশের বিরুদ্ধে অনুমতি সাপেক্ষে হাইকোর্ট বিভাগে পুনরায় রিভিশন দায়ের করা যায়। সুতরাং দেওয়ানিতে ২য় রিভিশন চলে।
কোথায় রিভিশন হবে?
১। সহকারী জজ, সিনিয়র সহকারী জজ ও যুগ্ম জেলা জজ প্রদত্ত কোন আদেশের বিরুদ্ধে রিভিশন জেলা জজ আদালতে।
২। অতিরিক্ত জেলা জজ ও জেলা জজ প্রদত্ত কোন আদেশের বিরুদ্ধে রিভিশন হাইকোর্ট বিভাগে।
৩। ৫ টি দেওয়ানী আদালত প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে রিভিশন হাইকোর্ট