M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

নাবালক সন্তানের সম্পত্তি কি বিক্রি করা যায়?

প্রশ্নঃ নাবালক সন্তানের সম্পত্তি কি বিক্রি করা যায়?
উত্তরঃ নাবালক সন্তানের সম্পত্তি আইনে উল্লেখিত কারণে বিক্রি করা যায় ।
১। উক্ত সন্তানের অন্ন, বস্ত্র, বাসস্থানসহ মৌলিক চাহিদা পূরণের জন্য তার অস্থাবর সম্পত্তি বিক্রি অথবা বন্ধক দিতে পারেন।
২। নাবালকের ভরণপোষণ, উইলের দাবী, ঋণ, ভূমিকর পরিশোধ ইত্যাদির জন্য একজন আইনগত অভিভাবক নিচের এক বা একাধিক কারণে স্থাবর সম্পত্তি বিক্রি করতে পারেন-
১। ক্রেতা দ্বিগুন দাম দিতে প্রস্তুত,


২। স্থাবর সম্পত্তিটি নষ্ট হয়ে যাচ্ছে,
৩।সম্পত্তিটি রক্ষণাবেক্ষণে আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে।
যদি আদালত কর্তৃক অভিভাবক নিয়োগ হয়ে থাকে তাহলে আদালতের অনুমতি ছাড়া কোন সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করা যাবে না।

আপনিকি ঢাকায় প্লট/ফ্ল্যাট/জমি ক্রয়ের কথা ভাবছেন? আপনার পছন্দের প্লট/ফ্ল্যাট/জমিটি আমাদের কাছেই আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *