বন্দোবস্ত দলিল ব্যতীত কোন খাস জমিতে মালিকানা সৃষ্টি হয় না।
12 May, 2016
কালেষ্টর বা তাহার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কর্তৃক সম্পাদিত ও রেজিস্ট্রিকৃত বন্দোবস্ত দলিল ব্যতীত কোন সরকারি খাস জমিতে কাহারও কোন মালিকানা বা অন্য কোন স্বার্থ্ সৃষ্টি হইবে না এবং কেহ এরূপ কোন মালিকানা বা স্বার্থ্ দাবি করিলে তাহা অগ্রাহ্য হইবে ।এইরূপ কোন দাবীদারের নামে খতিয়ান খোলা যাইবে না এবং তাহার নামে প্রজাস্বত্ব বা টিনোন্সী সৃষ্টি করা যাইবে না।