বায়না চুক্তির অধীন কোন স্হাবর সম্পত্তি হস্তান্তর করা যাইবে কি?
7 May, 2016
প্রশ্নঃ বায়না চুক্তির অধীন কোন স্হাবর সম্পত্তি হস্তান্তর করা যাইবে কি?
উত্তরঃ যতক্ষন পর্যন্ত কোন স্হাবর সম্পত্তি কোন বায়না চুক্তির অধীন থকে কিংবা বায়না চুক্তি কার্যকর থাকে, যদি না তাহা আইনানুগভাবে বাতিল না করা হয় তাহা হইলে যে কোন হস্তান্তর করা হইলে তাহা বাতিল বলিয়া গণ্য হইবে।(ধারা-৫৩খঃ)