প্রশ্নঃ বেনামী সম্পত্তি ক্রয়করা যাবে কি?
উত্তরঃ কোন ব্যক্তি নিজের ভোগ-দখল বা ব্যবহারের জন্য অন্যের নামে কোন স্হাবর সম্পত্তি ক্রয় করিতে পারিবে না। যে ব্যক্তির নামে সম্পত্তি ক্রয় করা হইবে তিনিই উহার প্রকৃত মালিক বলিয়া গণ্য হইবে।কোন জমি বেনামীতে ক্রয় করা হইয়াছে বা ক্রেতা অন্যের সুবিধার জন্য জমি ক্রয় করিয়াছেন এই মর্মে আদালতে কোন সাক্ষ্য-প্রমাণ গ্রহন করা হইবে না।(বেনামী হস্তান্তর বেআইনী)