সমস্যা| রেজিস্ট্রিকৃত দলিলে জমি বন্ধক রেখে টাকা পরিষদ না করে দাতা পরলোক গমন করিলে তাহার ওয়ারিশগন দলিল গ্রহিতার অনুমতি কিংবা আপোষ না করে অন্যত্র বিক্রি করে দেয়।
আর এস রেকর্ডে বন্ধক দাতার ওয়ারিশদের নিকট হতে ক্রয়কৃত দাতার নাম রেকর্ডে ভুক্ত হয়েছে।
এমতাবস্থায় বন্ধক গ্রহিতার ওয়ারিশগন কি কোন আইনগত সুবিদা পাবে
সমাধান: শর্তাধীন বিক্রয় বন্ধক
যেক্ষেত্রে দাতা বন্ধক সম্পত্তি দৃশ্যত বিক্রয় করে, এই শর্তে যে, একটি নিদিষ্ট তারিখে বন্ধকের টাকা যদি পরিশোধ না হয়,তাহা হইলে বিক্রয় চুরান্ত হইয়া যাইবে বা এই শর্তে যে, টাকা যদি পরিশোধ করা হয়, তাহা হইলে বিক্রয় বাতিল হইয়া যাইবে।
উপরের বিধি মোতাবেক বিক্রি বাতিল হবে; রেকর্ডও সংশোধন হবে। বন্ধক দাতার ওয়ারিশগন জমি ফেরত দিতে বাধ্য।
বিঃ দ্রঃ আপনি এক জন আইন জিবিকে কাগজ পত্র দেখিয়ে আইনি ব্যবস্তা নিতে পারেন।