22 May, 2016
সুনির্দীষ্ট প্রতিকার আইন -১৮৭৭ এর উপর প্রশ্ন,ওত্তর
১।প্রশ্নঃ সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালের এবং কত নং আইন ?
উত্তরঃ ১৮৭৭ সালের এবং ১ নং আইন।
২।প্রশ্নঃ স্থাবর স্পত্তির দখল পূরুদ্ধারের মোকদ্দমা করা হয় কত ধারা মতে ?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা মতে।
৩।প্রশ্নঃ স্থাবর স্পত্তির মালিক কর্তৃক স্বত্ত্ব ও দখল উদ্ধারের মোকদ্দমা করা হয় কত ধারা মতে ?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ও ৪২ ধারা মতে।
৪।প্রশ্নঃ আইনগত পন্থা ব্যাতিরেকে যদি কোন ব্যক্তি তার অসম্মতিতে স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত হয় তবে সে উহা পুনরুদ্ধারের মোকদ্দমা করতে পারেন ?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা মতে।
৫।প্রশ্নঃ জোরপূর্বক স্থাবর সম্পত্তি হতে বেদখল হলে প্রতিকারের জন্য মোকদ্দমা করতে হবে ?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা মতে।
৬।প্রশ্নঃ সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করা যায় কত ধারা মতে ?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১০ ধারা মতে।
৭।প্রশ্নঃ চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরী করা যায় কত ধারা মতে ?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারা মতে।
প্রশ্নঃ চুক্তি প্রবলের বা বলবতের মোকদ্দমা করা হয় কত ধারা অনুসারে ?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারা মতে।
৮।প্রশ্নঃ কোন ধারামতে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদায় যোগ্য ?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারা মতে।
৯।প্রশ্নঃ আদালত কত ধারার ক্ষমতাবলে চুক্তি পালনের আদেশের সাথে বাদীর জন্য ক্ষতিপূরণ দেওয়ার আদেশ মঞ্জুর করে ?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৯ ধারা বলে ।
১০।প্রশ্নঃ কোন ধারার বিধান মতে দলিল সংশোধন করা যেতে পারে ?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারা মতে।
১১।প্রশ্নঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা মতে চুক্তি রদ বা বাতিল করা যায় ?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৫ ধারা মতে।
১২।প্রশ্নঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা মতে দলিল রদ বা বাতিলের মোকদ্দমা করা যায় ?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারা মতে।
১৩।প্রশ্নঃ যে পক্ষের অনুকুলে দলিল বিলুপ্তির রায় হয় সে পক্ষের নিকট হতে ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা আদালতের আছে কোন ধারা মতে ?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪১ ধারা মতে।
১৪।প্রশ্নঃ ঘোষনামূলক মোকদ্দমা করা হয় কোন ধারা মতে ?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারা মতে।
১৫।প্রশ্নঃ ইনজাংশন কোন ধরনের প্রতিকার ?
উত্তরঃ নিরোধক প্রতিকার।
১৬।প্রশ্নঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৩ ধারার বিধান কি ?
উত্তরঃ অস্থায়ী নিষেধাজ্ঞা।
১৭।প্রশ্নঃ কত ধারা মতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় ?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারা মতে।
১৮।প্রশ্নঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা মতে আদেশমূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় ?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৫ ধারা মতে।
১৯।প্রশ্নঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মোকদ্দমায় কোন বিষয়ের বিচার হয় ?
উত্তরঃ দখলের।
২০।প্রশ্নঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ও ৪২ ধারার মোকদ্দমায় কোন বিষয়ে বিচার হয় ?
উত্তরঃ স্বত্ব ও দখলের ।
২১।প্রশ্নঃ আপনার স্বত্ব কেউ অস্বীকার করলে আপনি কত ধারা মতে মোকদ্দমা করবেন ?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারা মতে।
২২।প্রশ্নঃ আপনাকে কেউ বেদখলের হুমকি দিলে আপনি কত ধারামতে মোকদ্দমা করবেন ?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারা মতে।
২৩।প্রশ্নঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৩ ধারার বিধান কি ?
উত্তর- অস্থায়ী নিষেধাজ্ঞা।
২৪। প্রশ্নঃকত ধারা মতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় ?
উত্তর– সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারা মতে।
সুনির্দিষ্ট প্রতিকার আইনটি বাংলায় পেলাম না, যদি সম্পুন্য আইনটা বাংলায় দিতেন তাহলে উপকার হত।
The specific relife 1877 did not find the rule in Bengal, if it was done in Bengal, it would have benefited.
প্রিয় ভিজিটর, আগ্রহের জন্য ধন্যবাদ।
”সুনির্দিষ্ট প্রতিকার আইন” সম্পুন্য আইনটা বাংলায় দেওয়ার চেষ্টা করবো।