M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

১৯০৮ সালের তামাদি আইনের গুরুত্বপূর্ণ ধারা সমুহ (পর্ব ১)

প্রাথমিক বিষয়

ধারা-১ (সংক্ষিপ্ত শিরোনাম, কার্যকারিতার সীমা ও প্রবর্তন (Short title, extent and Commencement) :

১। এই আইন ১৯০৮ সালের তামাদি আইন নামে অভিহিত হইবে।

২। ইহা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হইবে।

৩। অত্র ধারা ও ৩১ ধারা অবিলম্বে বলবত্‍ হইবে।

এই আইনের অবশিষ্টাংশ ১৯০৯ সালের পহেলা জানুয়ারি হইতে বলবত্‍ হইবে।

ধারা-২ সংজ্ঞা (Definitions) :

বিষয়বস্তু বা প্রসঙ্গের বিপরীত না হইলে এই আইনের নিম্নলিখিত শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা নিম্নরূপ অর্থ বুঝাইবে; যথা :

১। দরখাস্তকারী’   বলিতে যেই ব্যক্তির নিকট হইতে বা যাহার মাধ্যমে দরখাস্তকারী তাহার দরখাস্ত করিবার অধিকার লাভ করিয়া  থাকে, সেই ব্যক্তিকে বুঝায়।

২। বিনিময় পত্র’   বলিতে হুণ্ডী এবং চেক বুঝায়।

৩। মুচলেকা’   বলিতে এমন কোনো দলিল বুঝায়, যাহা দ্বারা  কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অর্থ প্রদানের জন্য নিজেকে এই শর্তে  বাধ্য করিয়া থাকে যে, নির্দিষ্ট কোনো কাজ সম্পাদিত হইলে বা না হইলে উক্ত বাধ্যবাধকতা বাতিল হইয়া যাইবে।

৪।  বিবাদী’   বলিতে যেই ব্যক্তির নিকট হইতে বা যাহার মাধ্যমে বিবাদী তাহার বিরুদ্ধে মামলা দায়ের হইবার দায়-দায়িত্ব লাভ করিয়া থাকে, সেই ব্যক্তিকে বুঝায়।

৫।  ব্যবহারস্বত্ব’   বলিতে এমন কোনো অধিকার বুঝায়, যাহা কোনো চুক্তির ফলে উদ্ভুত হয় নাই এবং যাহা দ্বারা  কোনো ব্যক্তি অপর এক ব্যক্তির স্বত্বাধীন জমির কোনো অংশ বা তাহার কোনো ফসল বা তাহাতে সংযুক্ত বা অবাঞ্ছিত কোনো কিছু নিজের লাভের জন্য অপসারণ ও ব্যবহার করিবার অধিকার লাভ করে।

৬। বিদেশ’   বলিতে বাংলাদেশ ব্যতীত অন্য যেই কোনো দেশ বুঝায়।


৭। সরল বিশ্বাস’   যদি যথোপযুক্ত যত্ন ও মনোযোগ সহকারে কোনো কাজ না করা হয়, তবে তাহা সরল বিশ্বাসে করা হইয়াছে বলিয়া বুঝাইবে না।

৮। বাদী’   বলিতে যেই ব্যক্তির নিকট হইতে বা যাহার মাধ্যমে বাদী মামলা করিবার অধিকার লাভ করিয়া থাকে,  সেই ব্যক্তিকে বুঝায়।

৯। অঙ্গীকার পত্র’   এমন কোনো দলিল, যাহা দ্বারা  ইহার প্রণেতা নির্দিষ্ট অঙ্কের টাকা দলিলে নির্ধারিত  কোনো সময় অথবা চাহিবামাত্র তাহার দলিলটি তাহার নিকট উপস্থাপিত করা মাত্র অপর একজনকে প্রদানের জন্য নিজেকে সম্পূর্ণরূপে দায়বদ্ধ করে।

১০। মামলা’   বলিতে কোনো আপিল বা দরখাস্ত বুঝায় না।

১১  অছি’   বলিতে বেনামদার বন্ধকী ঋণ পরিশোধের পরেও দখলকারী বন্ধকগ্রহীতা অথবা স্বত্বহীন অন্যায় দখলকারীকে বুঝায়।

আপনিকি ঢাকায় প্লট/ফ্ল্যাট/জমি ক্রয়ের কথা ভাবছেন? আপনার পছন্দের প্লট/ফ্ল্যাট/জমিটি আমাদের কাছেই আছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *