M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

দেওয়ানী মামলা সংক্রান্ত প্রশ্নোত্তর

দেওয়ানী মামলা সংক্রান্ত প্রশ্নোত্তর

১।প্রশ্নঃ অর্থ আদায়ের মোকদ্দমা দায়েরের পর যদি বিবাদী তার সমস্ত বা আংশিক সম্পত্তি হস্তান্তরের উদ্যোগ নেয় তাহলে বাদীর করনীয় কি ?

উত্তর- রায়ের পূর্বে ক্রোকের আবেদন করা।

২।প্রশ্নঃ ডিক্রী রদ হলে কি করতে হবে ?

উত্তর- রিভিশন।

৩।প্রশ্নঃ  সহকারী জজ অথবা সিনিয়র সহকারী জজ আদালতের আদেশের বিরুদ্ধে কি করা যায় ?

উত্তর- জেলা জজ আদালতে রিভিশন করা যায়।

৪।প্রশ্নঃ স্থাবর স্পত্তির দখল পূরুদ্ধারের মোকদ্দমা করা হয় কত ধারা মতে ?

উত্তর- সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা মতে।

৫।প্রশ্নঃ সহকারী জজ বা যুগ্ন জেলা জজ আদালতের আদেশের বিরুদ্ধে রিভিশন হবে দেওয়ানী কার্যবিধির কত ধারায় এবং কোথায় ?

উত্তর- জেলা জজ আদালতে ১১৫(২) ধারায়।

৬। প্রশ্নঃ অতিরিক্ত জেলাজজ কিংবা জেলাজজের আদেশের বিরুদ্ধে কোথায় রিভিশন দাখির করতে হবে এবং কত ধারায় ?

উত্তর- ১১৫(১) ধারার অধীনে হাইকোর্ট বিভাগে।

৭। প্রশ্নঃ স্থাবর স্পত্তির দখল পূরুদ্ধারের মোকদ্দমা করা হয় কত ধারা মতে ?

উত্তর- সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা মতে।

৮। প্রশ্নঃ অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত না মঞ্জুর হলে কি করবেন এবং কত ধারা মতে ?

উত্তর- মিস আপীল। ১০৪ ধারা মতে।

৯। প্রশ্নঃ আপীল রিজেক্ট হলে কি করবেন ?

উত্তর- রিভিশন।

১০। প্রশ্নঃ আরজি খারিজের সিদ্ধান্ত কি ?

উত্তর- ডিক্রী।

আপনিকি ঢাকায় প্লট/ফ্ল্যাট/জমি ক্রয়ের কথা ভাবছেন? আপনার পছন্দের প্লট/ফ্ল্যাট/জমিটি আমাদের কাছেই আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *