জমির শ্রেণী বিভাগ
১।নালঃ দুই বা তিন ফসলি আবাদি জমি কে নাল জমি বলে।
২।বাইদঃ আবাদি বা আবাদযোগ্য নিচু জমি। ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত।
৩।ভিটিঃ বসতবাড়ির ভূমি বা বসতবাড়ি নির্মাণের মত উঁচু জমিকে ভিটি বলে।
৪।সিকিস্তিঃ নদী ভাঙ্গনে পানিতে জমি বিলীন হয়ে যাওয়াকে সিকস্তি বলে।
৫।পরস্হিঃ নদীতে নতুন চর জেগে উঠে যে জমির আবির্ভাব হয়ে তাকে পয়স্থি জমি বলে।
Please follow and like us: