জেলা জজদের আর্থিক এখতিয়ার বাড়ানোর গেজেটপ্রকাশিত হয়েছে । এখতিয়ার ১২ই মে থেকে কার্যকর হয়ে গেছে।
নতুন এখতিয়ার:
১। সহকারী জজ – ১৫ লক্ষ টাকা পর্যন্ত।
২। সিনিয়র সরকারী জজ – ২৫ লক্ষ টাকা পর্যন্ত।
৩। যুগ্ম জেলা জজ -২৫ লক্ষ ১ টাকা থেকে অসীম।
৪ । জেলা জজের আপীল এখতিয়ার – ৫ কোটি টাকা পর্যন্ত।