13 June, 2016
(১) যদি কোন অংশীদার মৃত ব্যক্তির সাথে অন্যের মাধ্যমে সম্পর্কিত হয় তবে ঐ ব্যক্তির জীবদ্দশায় সংশ্লিষ্ট উত্তরাধিকারীগণ মৃত ব্যক্তির সম্পত্তির অংশ পাবেনা। উত্তরাধীকার আইনের সাধারণ নিয়মে বাদ যাবে।
(২) রক্তের নিকটতম সম্পর্কের ক্ষেত্রে-“রক্তের নিকটতম আত্মীয় দূরবর্তী আত্মীয়কে বহির্ভূত করে। এই নিয়মে কোন ব্যক্তি তার পিতা এবং পিতামহ রেখে মারা গেলে পিতামহ পিতার দ্বারা বহির্ভূত হন অর্থাৎ উত্তরাধিকার সূত্রে সম্পত্তির কোন অংশ পাননা।
(৩) যার সম্পত্তি বিভাজিত হবে তিনি যদি এমন কোন ব্যক্তির দ্বারা খুন হন যিনি তার সম্পত্তির উত্তরাধিকারী সেক্ষেত্রে খুনি ব্যক্তি তার সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হবেন।
(৪) ইসলাম র্ধম পরিত্যাগ করলে মুসলিম উত্তরাধিকার আইন অনুসারে একজন ব্যক্তি উত্তরাধিকার বঞ্চিত হতে পারেন।
(৫) স্বামী কর্তৃক পরিত্যক্ত স্ত্রী অর্থাৎ তালাকপ্রাপ্তা স্ত্রী স্বামীর সম্পত্তিতে উত্তারধিকারী হন না।