23 July, 2016
প্রশ্নঃআমরা ছয় ভাইবোন ছিলাম। দুই বছর হলো মেজো ভাই মারা গেছেন। মেজো ভাইয়ের সম্পদ নিয়ে সমস্যা দেখা দিয়েছে। তাঁর জমির ওয়ারিশ কে হবে? তাঁর স্ত্রী ও ছয় বছরের এক মেয়ে আছে।মুসলিম আইনে মৃত ভাইয়ের সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা কীভাবে হবে, কে কত অংশ পাবে তা জানতে চাই। মা এখনো বেঁচে আছেন। আর বড় ভাইয়ের ছেলে আছে। ছোট ভাইয়ের মেয়ে আছে।
উত্তওঃআপনারা আপনাদের পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার। বর্তমানে আপনার মা পুরো সম্পত্তির ৮ ভাগের ১ ভাগ পাবেন। ছয় ভাইবোনের মধ্যে ২ আনুপাতিক ১ হারে ভাগ হবে। অর্থাৎ ভাইয়েরা বোনদের অংশের দ্বিগুণ পাবেন। আপনার মৃত মেজো ভাইয়ের সম্পত্তির ৮ ভাগের ১ ভাগ তাঁর স্ত্রী পাবেন এবং বাকি অংশের অর্ধেক তাঁর একমাত্র মেয়ে পাবেন। যেহেতু আপনার মেজো ভাইয়ের কোনো পুত্রসন্তান নেই, সেহেতু বাকি অর্ধেক অংশ আপনারা জীবিত ভাইবোনেরা পাবেন।
বড় ভাই ও ছোট ভাইয়ের ছেলেমেয়েরা তাঁদের সম্পত্তির উত্তরাধিকার, যা তাঁদের মৃত্যুর পরেই কার্যকর হবে।